Tune Maari Entriyaan - Bangla Version

ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা, ও সোনা
ও সুন্দরী (ও সোনা, ও সোনা, ও সোনা)

তোমার মনটা দিয়ে যাও
তাড়াতাড়ি এসে যাও
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
তোমার মনটা দিয়ে যাও
তাড়াতাড়ি এসে যাও
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

তুই তো নিলি entry-য়া রে
বাজলো মনে घंटियाँ রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

তুই তো নিলি entry-য়া রে
বাজলো মনে घंटियाँ রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

মন শোনায় commentry-য়া রে
প্রেমের guarantee-য়া রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

তাড়াতাড়ি करना কী দরকার सुधारना
লাড্ডু ফোটা মনে ঝরে ভালোবাসার ঝর্ণা
আয় না করি ফস্টি-নষ্টি
দেখতে নোনতা খেতে মিষ্টি
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
তুই তো নিলি entry-য়া রে
বাজলো মনে घंटियाँ রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

सीटी মারো জাদু বারে বারে বারে
নাইবা দিলি কবুতরে দানা
মজনু-রাঞ্ঝা সবই মতলবি জানি
তোর झूठा প্রেম আছে জানা

আরে তুই নিয়ে নে প্রেমেরই
আজ হাজার कसमें (कसमें-वसमें)
না আছি আমি রে, না আছে মনটা
আমার बस में, बस में, बस में

আমার পিছে বহুত প্রেমী হায়!
আমার পিছে বহুত প্রেমী
পুরো পুরো country-য়া রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
দিলাম এমন entry-য়া রে
বাজলো মনে घंटियाँ রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

ওরে রসগোল্লা, কেন করিস হল্লা?
তোকে দেখে दिल मांगे more
এই গুন্ডা, ডাকবো নাকি পুলিশ
করবে এমন পালিশ
বদলে দেবে थोबड़ा রে তোর, বুঝলি গুন্ডা

মিষ্টি-মিষ্টি কথা কি মতলবি জাদু
কাছে নয় থাক না রে দূরে
এই, ও বোকা, ও খোকা, আমি আলিয়া আলো রে
न तोड़ आसमान की तारें

ও মানি না, ভাবি না
ও সোনা তুই তো আমার জানি, জানি
আমি তোর, তুই আমার
হবি রে এই কথাটাই মানি, মানি, মানি

सेंटू দিয়ে বললে কথা হায়!
सेंटू দিয়ে বললে কথা
খাবো না রে सेंटीयां রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
আরে দিলাম এমন entry-য়া রে
বাজলো মনের घंटियाँ রে
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা

তাড়াতাড়ি करना, কী দরকার सुधारना
লাড্ডু ফোটা মনে ঝরে ভালোবাসার ঝর্ণা
আয়না করি ফষ্টি-নষ্টি
দেখতে নোনতা খেতে মিষ্টি
ও সোনা, ও সোনা
ও সোনা, ও সোনা
তুই তো নিলি entry-য়া রে
বাজলো মনে घंटियाँ রে
ও সোনা, ও সোনা, ও সোনা

যা না সোনা
থাক না সোনা
ওখানে থাক না সোনা
যা না
ধুর!



Credits
Writer(s): Sohail Sen, Bappi Lahiri, Gautam Susmit
Lyrics powered by www.musixmatch.com

Link