Ke Tumi Nandini

ইয়ে

ইয়ে, ইয়ে, ইয়ে, আহা-

পৃথিবী সীমাহীন
ডাকছে প্রতিদিন
তাই মন চায়
চায় হতে বেদুইন

ও, পৃথিবী সীমাহীন
ডাকছে প্রতিদিন
তাই মন চায়
চায় হতে বেদুইন
ঘর ছেড়ে মন
হতে চায় বেদুইন

মরুঝড় ওই পথ হারা
Oasis পাবো জানি
পেতে সাহারা
তাই থামব না
হব না দিশাহীন
ঘর ছেড়ে মন হতে চায়

কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)
কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)


চলেছি যে রাস্তায়
নিরুদ্দেশ হবার দায়
বারবার হারাবার নেশায়
ঘর ছেড়ে মন
হারাবারই নেশায়

তোমারি হাতছানি ডাকে
সে পথ সুনসান, থামব না
আসুক শত তুফান

(আহা হা হা হা)

মরুঝড় ওই পথহারা
Oasis পাবো জানি
পেতে সাহারা
তাই থামব না
হব না দিশাহীন
ঘর ছেড়ে মন হতে চায়

কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)
ও, কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)

কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)
এ এ এ, এ এ এ, এ এ এ এ
কে তুমি নন্দিনী? (নন্দিনী, নন্দিনী, নন্দিনী, নন্দিনী)



Credits
Writer(s): Savvy
Lyrics powered by www.musixmatch.com

Link