Surapane Dosh Dhore

সুরাপানে দোষ ধরে লোক
আমার তাতে নেইকো বাধা
"জয় মা" বলে পান করি যে
তারা নামের সুরা সুধা
পান করি মা তারা সুধা
আমি পান করি মা তারা সুধা

সুরাপানে দোষ ধরে লোক
আমার তাতে নেইকো বাধা
"জয় মা" বলে পান করি যে
তারা নামের সুরা সুধা
পান করি মা তারা সুধা
আমি পান করি মা তারা সুধা

মত্ত মাতাল হয়ে মানুষ
চিত্ত সুখে আত্ম ভোলে
আমি যে, মা, ভুলি আমায়
আমি যে, মা, ভুলি আমায়
ওই তারা নামী সুধার ঢলে

আমি আত্মতে নিবৃত হয়ে, মাগো
আত্মতে নিবৃত হয়ে
পরিবৃত্তে চলি সদা
পান করি মা তারা সুধা
আমি পান করি মা তারা সুধা

কেউ বলে মা আমায় আমি
গৃহহারা, জগতছাড়া
থাকি আমি সেই ঘরেতে
মাগো, থাকি আমি সেই ঘরেতে
যে ঘরের গৃহী তারা

আমার বাসা তারই ব্রহ্মপদে মাগো
বাসা তারই ব্রহ্মপদে
সাধ্য কার তা করে আধা?
পান করি মা তারা সুধা

ও, আমি পান করি মা তারা সুধা
মাগো, পান করি মা তারা সুধা
আমি পান করি মা তারা সুধা
মাগো, পান করি মা তারা সুধা
ওমা, পান করি মা তারা সুধা



Credits
Writer(s): Hariprasad De
Lyrics powered by www.musixmatch.com

Link