Tomar Sur Sunaye

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়
সুর শুনায়ে
জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়
সুর শুনায়ে

অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা
অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা
আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয়

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়
সুর শুনায়ে

তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে
তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে
তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে
তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে

নীরব তোমার চরণধ্বনি, শুনায় তারে আগমনী
নীরব তোমার চরণধ্বনি, শুনায় তারে আগমনী
সন্ধ্যাবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়
সুর শুনায়ে
জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়
সুর শুনায়ে



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link