Title Track

আজ স্নায়ুতে ওঠে ঢেউ
রেখে গেছে কি কেউ
দেওয়ালে কার পায়ের ছাপ

কাজ করে যেতে হবেই
নিজের নিয়মে
আমাকে লোকে বলে খারাপ

কার কামনা ভেসে যায়
গন্ধে চিনে নেয়
ঠিকানা আমার

এখানে পুড়ছে राख
আর জ্বলছে সবার চোখ
মানুষের বমি মানুষ গিলছে
দেবতারা বলছে শ্লোক

শ্বাস-প্রশ্বাসে দূষণ বাড়ছে
ক্রমে করাত কাটছে হাড়
হামাগুড়ি দেয় সমাজ
এখনও কে করবে পরিষ্কার

দাগ রেখে গেছে সময়
ঘুমোতে যেতে ভয়
সেখানে লুকোনো যায় না

রাগ কি পুষে রাখা যায়
আকাশে জ্যোৎস্নায়
কে নিশি ডাকে সাড়া দেয় না

আজ আর বেশি কথা নয়
বর্ণপরিচয় করাবো তোমায়

এখানে পুড়ছে राख
আর জ্বলছে সবার চোখ
মানুষের বমি মানুষ গিলছে
দেবতারা বলছে শ্লোক

শ্বাস-প্রশ্বাসে দূষণ বাড়ছে
ক্রমে করাত কাটছে হাড়
হামাগুড়ি দেয় সমাজ
এখনও কে করবে পরিষ্কার

আজ আর বেশি কথা নয়
বর্ণপরিচয়...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link