Katakuti Khela (Original)

বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল
ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল
বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল
ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল
অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল
হাসির দমক লাগছে গায়ে, আমার চোখেও জল

আমি তোর কুরবতের আশায়
ঘরময় রঙ মাখিয়ে যাই
তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক

কিসমতে বানানো তোর লেখায়
আবার ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়

এক পা দু' পা ট্রামের মতো
চোখের কাছে আয়
উড়িয়ে দেবার আগেই আমি
আবার হোঁচট খাই

ভোর রাতে তোর জানলা ভেঙ্গে
শব্দ চলাচল
ক্লান্ত নোঙর মুখ ফেরালে
আমার কথা বল

আমি তোর খুব সহজ বুকে
আমার এই হাত পুড়িয়েছি
তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক

কিসমতে বানানো তোর লেখায়
আবার ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়

কিসমতে বানানো তোর লেখায়
আবার ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link