Ki Porichoy

লড়াই লড়াই-এ বেড়ে ওঠা
বিভেদের ভাগ্যে গড়ে ওঠা
লড়াই লড়াই-এ বেড়ে ওঠা
বিভেদের ভাগ্যে গড়ে ওঠা

হাততালি দাও জাতি দাঙ্গায়
মেতে থাকি বহু দাঙ্গায়
মেতে থাকি বহু দাঙ্গায়
লড়াই লড়াই-এ বেড়ে ওঠা

বিভেদের ভাগ্যে গড়ে ওঠা

মাতৃগর্ভে কিসের পরিচয়
হিন্দু না মুসলিম বোঝা বড়ো দায়
মাতৃগর্ভে কিসের পরিচয়
শিখ না খ্রিস্টান বোঝা বড়ো দায়
জ্ঞান হারিয়ে মা যে আমার জন্ম দিলো
কি পরিচয়
মেতে থাকি বহু দাঙ্গায়
লড়াই লড়াই-এ বেড়ে ওঠা
বিভেদের ভাগ্যে গড়ে ওঠা

আলোকপাতে ভুবন মাঝে
কে বলবে কোন ধর্মের সাথে
পাল্টে দিলো আমায় মাগো
তোমার পুত্র বলে মেনে নিলে
জন্ম আমার আর এক গর্ভে
পালন হলাম তোমার বুকে
জন্ম আমার আর এক গর্ভে
পালন হলাম তোমার বুকে
ধর্ম কি হলো আমার
ধর্ম কি হলো আমার
রক্তের বিভেদ কোথায় মাগো
ধর্মের বিভেদ কেনো হলো
মাগো আমার কি পরিচয়
সমাজকে বোঝাও আমাকে নোয়

অবুঝ আমি এই ভুবনে
ধর্ম তোমার আঁচলে
ধর্ম তোমার আঁচলে

ক্লান্তি শেষে ঘরে ফিরে
মাগো আমায় নাও জড়িয়ে
ক্লান্তি শেষে ঘরে ফিরে
মাগো আমায় নাও জড়িয়ে
মাগো আমায় নাও জড়িয়ে
মাগো আমায় নাও জড়িয়ে



Credits
Writer(s): Bappa Sengupta, Prabir Basu, Suranjan Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link