Daak Shono (From "Purbo Poschim Dokhhin Uttor Ashbei")

যদিও ক্লান্তি এসে ভরেছে তোমার দু'ডানা
এখানে থেমো না পথ, ভুলে গেছ আলোর ঠিকানা
এখানে রাতের শেষে রাত আসে, দু'চোখ আঁধার
ঢেউ ঢেউ উত্তাল সীমাহীন নিকষ পাথার

এখানে থেমো না পথ, এখনো ভোরের কিছু বাকি
ঘন নীল সাঁতরিয়ে ফিরে আসবেই রাতপাখি
ডাক শোনো, তার ডানার ঝাপটে জাগছে সকাল
চলো তার সাথে, ভোর তো এখন রং মশাল

ডাক শোনা, ডাক শোনা, রং মশাল, রং মশাল
ডাক শোনো, সে রাত চিরে আলোর সকাল, আলোর সকাল
ডাক শোনো, অবাক ডাক, ক্লান্তিহীন আলোমিছিল
আলোধোয়া প্রান্তরে হাওয়া বয়ে আকাশ নীল
ডাক শোনো, ডাক শোনো, সূর্যে নীল শঙ্খচিল
উড়ে চলো সেইদিকে আলোমিছিল, আলোমিছিল

ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো
ডাক শোনো, ডাক শোনো



Credits
Writer(s): Debojyoti Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link