Buro Sadhu (Title Track)

চেনা গল্প অচেনা হতে সময় লাগে না
সবকিছুই নীলচে ধূসর ভালো লাগে না
মন খারাপের পুকুর পাড়ে
আজ মেঘ জমেছে
বাড়ছে ভিড়, ভাঙছে তীর
আর জল কমেছে
চল খুঁজি ভিনদেশী বুড়ো সাধু কে (বুড়ো সাধু কে)

গল্প রাতে, অল্প আঘাতে কার
ইচ্ছে সুতো আজ কার যে হাতে
কে লিখছে গল্প, কে গল্পে মাতে রে হায় (গল্প, কে গল্পে মাতে রে হায়)

কে বাসছে ভালো, কে জ্বালছে আলো
কে যে পাতছে আড়ি আর কে তাকালো (পাতছে আড়ি আর কে তাকালো)
তার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায় (তার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায়)

বাড়ছে ভীতি, পরিস্থিতি আজ খুব পেঁচালো
অন্ধ সুখ, বন্ধ মুখ তবু কে চেঁচাল?
একটা দিন গল্পহীন আজ পার ভেঙেছে
ঘরের মনে নদীর কোনে লাল রং লেগেছে
এই ফাঁকে কে ডাকে, বুড়ো সাধু কে?

ইচ্ছেগুলো সব মিশছে ধুলো
আজ চাঁদ বেঁকে বেঁকে রাস্তা ছুল
হারিয়ে গেছে সেই কানের দুলও কোথায়?

মনের ভুলে আজ আকাশ খুলে
বৃষ্টি নেমেছে আজ পাড়ার school-এ
সেই তুমি আজ আমায় ছুলে কোথায়?
আ আ

তাই বলছি আমি জ্বলছি নিজে
বলার আগে ভাবি নিজে
শুকনো শরীর মন ভিজে কেন?

কাঁদছি আমি, কাঁদছে আকাশ
আমার দিকে সামলে তাকাস
মিথ্যে মায়ায় জলে ঝাঁপাস না যেন



Credits
Writer(s): Pranjal Das
Lyrics powered by www.musixmatch.com

Link