Nodi Buke Jol Dhore

নদী বুকে জল ধরে, একূল ভেঙে ওকূল গড়ে
ভাটায় জাগে চর
নদী বুকে জল ধরে, একূল ভেঙে ওকূল গড়ে
ভাটায় জাগে চর

ও বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর
বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর

নদীর জলে নদী নিজেই ভাঙে দুটি কূল
নদীর মতো তুইও বন্ধু করিস না এ ভুল
নদীর জলে নদী নিজেই ভাঙে দুটি কূল
নদীর মতো তুইও বন্ধু করিস না এ ভুল

দুঃখের ঢেউ দিয়া আমার ভাঙিস না অন্তর
দুঃখের ঢেউ দিয়া আমার ভাঙিস না অন্তর

বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর
বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর

মনের ভুলে যদি আমি করি কোনো দোষ
আমার দোষের ক্ষমা করে করিস রে আপস
মনের ভুলে যদি আমি করি কোনো দোষ
আমার দোষের ক্ষমা করে করিস রে আপস

সুখেরই ঘর বাইন্ধা বুকে থাকিস জনমভর
সুখেরই ঘর বাইন্ধা বুকে থাকিস জনমভর

বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর
বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর

নদী বুকে জল ধরে, একূল ভেঙে ওকূল গড়ে
ভাটায় জাগে চর

ও বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর
বন্ধু রে, ও বন্ধু রে
তুই আমারে কোনোদিনও করিস না রে পর



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link