Moyna Namer

ময়না নামের মেয়েটি নেই ময়নামতি গাঁয়ে
চার দেয়ালের ইটের ঘরে ময়না কেঁদে মরে
ময়না নামের মেয়েটি নেই ময়নামতি গাঁয়ে
চার দেয়ালের ইটের ঘরে ময়না কেঁদে মরে

সংসারে বন্দি হয়ে, বেড়ি পরে দুটি পায়ে
সংসারে বন্দি হয়ে, বেড়ি পরে দুটি পায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে

ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে

ময়না ছিল বাবা-মায়ের খুব আদরের মেয়ে
ঘটা করে বিয়ে দিলো ভালো ছেলে পেয়ে
ময়না ছিল বাবা-মায়ের খুব আদরের মেয়ে
ঘটা করে বিয়ে দিলো ভালো ছেলে পেয়ে

একা একা থাকে ময়না, কারো সাথে কথা কয় না
একা একা থাকে ময়না, কারো সাথে কথা কয় না
মাঝেমধ্যে দেখতে আসে ময়নার বড় ভাইয়ে

ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে

বিহানবেলায় বাগানবাড়ি ফুল কুড়াতে যাইতো
দুপুরবেলা পুশকুনিতে সাঁতার কেটে নাইতো
বিহানবেলায় বাগানবাড়ি ফুল কুড়াতে যাইতো
দুপুরবেলা পুশকুনিতে সাঁতার কেটে নাইতো

পাখির মতো বন্দি ময়না, দেখে কারো মায়া হয় না
পাখির মতো বন্দি ময়না, দেখে কারো মায়া হয় না
ফাঁসি দিয়ে মরলো সে যে যৌতুকেরই দায়ে

ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে

ময়না নামের মেয়েটি নেই ময়নামতি গাঁয়ে
চার দেয়ালের ইটের ঘরে ময়না কেঁদে মরে

সংসারে বন্দি হয়ে, বেড়ি পরে দুটি পায়ে
সংসারে বন্দি হয়ে, বেড়ি পরে দুটি পায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে

ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে
ময়নার লাইগা কান্দে বেশি ময়নার বাবা-মায়ে



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link