Amar Buker

আমার বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ
আমার বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ

সেই জমিনের যত বৃক্ষ সবই আমার মনের দুঃখ
দারুণ খরায় চোখের পানি ঝরাই ১২ মাস
দারুণ খরায় চোখের পানি ঝরাই ১২ মাস

বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ

কষ্ট নামের লাঙল দিয়ে বুকের জমিন চাষে
ব্যথা পেয়ে কাঁদলে আমি নিঠুর বন্ধু হাসে
কষ্ট নামের লাঙল দিয়ে বুকের জমিন চাষে
ব্যথা পেয়ে কাঁদলে আমি নিঠুর বন্ধু হাসে

মায়া নাই তার আমার প্রতি, ইচ্ছে করেই করে ক্ষতি
মনের ভিটায় ঘর বানাইয়া করে বসবাস
মনের ভিটায় ঘর বানাইয়া করে বসবাস

বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ

আগুন দিয়ে পোড়ায় জমিন, ফসল ঘরে তোলে
আমি তারে ভালোবাসি, আমায় থাকে ভুলে
আগুন দিয়ে পোড়ায় জমিন, ফসল ঘরে তোলে
আমি তারে ভালোবাসি, আমায় থাকে ভুলে

দুঃখ-ব্যথার কাঁটাতারে ঘেরা মনের চারিধারে
উপড়ে ফেলে দেখ রে বন্ধু একটি সুখের ঘাস
উপড়ে ফেলে দেখ রে বন্ধু একটি সুখের ঘাস

বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ
আমার বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ

সেই জমিনের যত বৃক্ষ সবই আমার মনের দুঃখ
দারুণ খরায় চোখের পানি ঝরাই ১২ মাস
দারুণ খরায় চোখের পানি ঝরাই ১২ মাস

বুকের জমিন দখল কইরা, বন্ধু রে
নিঠুর বন্ধু একটি ফসল করে শুধু চাষ



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link