Joler Ghate

জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়

শ্যামরায় ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়
শ্যামরায় ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়

জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়

নিত্যি-নিত্যি ফুল বাগানে ভ্রমর আইসা মধু খায়
নিত্যি-নিত্যি ফুল বাগানে ভ্রমর আইসা মধু খায়
আয় গো, ললিতা সখি, আবার দেখি পুনরায়
আয় গো, ললিতা সখি, আবার দেখি পুনরায়

জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়

ভাইবে রাধারমন বলে, "পাইলাম না রে, হায় রে হায়"
ভাইবে রাধারমন বলে, "পাইলাম না রে, হায় রে হায়"
"পাইতাম যদি প্রাণবন্ধুরে, রাখতাম হৃদয়-পিঞ্জিরায়"
"পাইতাম যদি প্রাণবন্ধুরে, রাখতাম হৃদয়-পিঞ্জিরায়"

জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়

শ্যামরায় ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়
শ্যামরায় ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়

জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়
জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়



Credits
Writer(s): Radharomon
Lyrics powered by www.musixmatch.com

Link