Chinebadam (Original)

ও, একটা মেয়ে ঘর পালানো, একটা ঘর ফাঁকা
সারা আকাশটাকে ভেঙচি কাটে, লাল কালিতে আঁকা
একটা মেয়ে ঘর পালানো, একটা ঘর ফাঁকা
সারা আকাশটাকে ভেঙচি কাটে, লাল কালিতে আঁকা

লাল কালিতে হাত ভরালি, চোরাবালির টান
বুকের ভেতর নীল কাঁচুলি, রক্তের অভিমান

আমার থেকেও ফিরিয়ে নিলি প্রজাপতির পাখা
তাও আমার কাছে তোর জন্য চিনেবাদাম রাখা
আমার থেকেও ফিরিয়ে নিলি প্রজাপতির পাখা
তাও আমার কাছে তোর জন্য চিনেবাদাম রাখা

আঁচড়ে ভরেছে guitar এর তার
আল পথে হেঁটে বহু বেদনার
হুম, তাঁবু দের ভরেছি rhododendron
ঝরে আছে তোর ব্যথা তে
আজ বরফ পড়েছে শহরে

হুম, একটা মেয়ে অপেক্ষাতে, একটা মেয়ে একা
সারা আকাশটাকে জ্বালিয়ে দেবে, তাও করে না দেখা
একটা মেয়ে অপেক্ষাতে, একটা মেয়ে একা
সারা আকাশটাকে জ্বালিয়ে দেবে, তাও করে না দেখা

লাল কালিতে হাত ভরালি, চোরাবালির টান
বুকের ভেতর নীল কাঁচুলি, রক্তের অভিমান

আমার থেকেও ফিরিয়ে নিলি প্রজাপতির পাখা
তাও আমার কাছে তোর জন্য চিনেবাদাম রাখা
আমার থেকেও ফিরিয়ে নিলি প্রজাপতির পাখা
তাও আমার কাছে তোর জন্য চিনেবাদাম রাখা

পাতায় ধরেছি মেঘলা পাহাড়
জলে লেখা নাম মেঘমল্লার
আঁচিল হয়েছি চিবুকে এবার
ভুলে থাকার সব কারণে তোমার

আজ বরফ পড়েছে শহরে
আজ বরফ পড়েছে শহরে



Credits
Writer(s): Debaloy Bhattacharya, Amit Ishan
Lyrics powered by www.musixmatch.com

Link