Nigum Bichare Sotyo (Original)

নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে?
নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে?

যার উপরে দুনিয়ায় ভার
দেখ, যার উপরে দুনিয়ায় ভার
যার উপরে দুনিয়ায় ভার দিলেন রাব্বানা

মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা

নিগম বিচার সত্য
নিগম বিচারে সত্য, তাই গেল জানা

মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা

পুরুষ পরওয়ারদিগার, অঙ্গে ছিল প্রকৃতি তার
পুরুষ পরওয়ারদিগার, আবার অঙ্গে ছিল প্রকৃতি তার

প্রকৃতি, প্রকৃতি সংসার
প্রকৃতি, প্রকৃতি সংসার, সব গেল জানা

মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা

ডিম্বর ভেতর কে বা ছিল?
আবার বাহির হইয়া কারে দেখিল?
ডিম্বর ভেতর কে বা ছিল?
বাহির হইয়া কারে দেখিল?

লালন বলে, "ভেদ যে পেল"
লালন বলে, "ভেদ যে পেল, তার ঘুচল দিনকানা"

মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা
মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা

নিগম বিচার সত্য
নিগম বিচারে সত্য, তাই গেল জানা

মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা
মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা



Credits
Writer(s): Lalon Fakir, Malabika Sanjoy
Lyrics powered by www.musixmatch.com

Link