Phiriye Dao Cinemahall

চাকায় চাকায় ঘোরে কাহিনীর ছায়াবাজি খেলা
পর্দামগ্ন হয়ে থাকে অগুনতি চোখে দুই বেলা
ও, ইচ্ছে পূরণে তালি, হাসাহাসি, অভিমান, গালি
অথবা বিদায়ী প্রেমে রুমাল ভেজে চোখে জল

আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও
Cinema hall, oh
Cinema hall, oh
Cinema hall, oh
Cinema hall, oh

অরুণ, বরুণ আর কিরণমালার খোঁজ নেই
রামের সুমতি দেখে হিরে-মানিকও কাঁদবেই
মনে আছে ভয় পেলে মা'র হাত খামচিয়ে ধরা
মুখস্থ বলতাম হীরক রাজার সব ছাড়া
ও অন্ধকারের পিঠে আলোর এক চঞ্চল গলি
পর্দায় মিশে গিয়ে গল্পের কত বলাবলি

ও কানে কানে শুধু একবার কত গেয়েছি অনর্গল
অথবা বিদায়ী প্রেমে রুমাল ভেজে চোখে জল

আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও
Cinema hall, oh
Cinema hall
Cinema hall
Cinema hall
Cinema hall
Cinema hall
Cinema hall
Cinema hall



Credits
Writer(s): Indraadip Dasgupta, Kaushik Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link