Esho Hey

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে
খুলেছে দুয়ার, দেরি নাহি আর

এসো হে স্বয়ম্বর, এসো, এসো
সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

যে মোতি ধরার বুকে বরষে ধারা
যে মোতি ধরার বুকে বরষে ধারা
যে মোতি রাতের মুখে সুভেশে সুভেশে শুকতারা

সে প্রাণ বহে
এসো হে রূপঙ্কর
সুন্দর (এসো)
সুন্দর এসো, এসো হে

পা মা ধা নি সা মা গা মা রে সা নি সা
গা মা পা ধা

যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো
যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো, সিঁদুরে

সে রূপ নিয়ে
সে রূপ নিয়ে (এসো হে যুগন্ধর)
সুন্দর এসো, এসো হে

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

যে পথে সকাল সাঁঝে ফুলেরও সুবাস
যে পথে সকাল-সাঁঝে ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছে প্রেমেরই, প্রেমেরই অবকাশ

সে পথ হয়ে
সে পথ হয়ে এসো হে মনোহর
সুন্দর এসো, সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে



Credits
Writer(s): Srijato Bandyopadhyay, Indraadip Das Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link