Grow Up Bapi

Grow up, বাপি
Grow up, বাপি
Grow up, বাপি
বাপি, yeah

এবারে মানে মানে মাঠে আয়, ঠেকে শেখ
কাহারে বলে জিন্দেগি
দেখে নে কাকে বলে ভরা-বাস, ভিড়-ট্রেন
কত কী দেখার বাকি

Grow up, বাপি
Grow up, বাপি
Grow up, বাপি, বাপি
Grow up, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি

অনেক হয়েছে, ছাড় ঘুমের বাহানা
হয়ে যাক রাস্তাপার দেহ-জমি-কারখানা
পারবি কি?
Yeah, yeah

Grow up, বাপি
Grow up, বাপি
Grow up, বাপি, বাপি
Grow up, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি

বিছানা মখমলের, হাতের সোনার বল
পেরিয়ে ফুটপাতের সাপ-লুডো খেলবি চল
পারবি কি?
Yeah, yeah

Grow up, বাপি
Grow up, বাপি
Grow up, বাপি, বাপি
Grow up, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি

এবারে মানে মানে মাঠে আয়, ঠেকে শেখ
কাহারে বলে জিন্দেগি
দেখে নে কাকে বলে ভরা-বাস, ভিড়-ট্রেন
কত কী দেখার বাকি

Grow up, বাপি
Grow up, বাপি
Grow up, বাপি, বাপি
Grow up, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি, বাপি



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link