Je Kathati Mone

Bandhan
Singer: Sonu Nigam, Shreya Ghoshal
Music Director: Jeet Gannguli
Lyricist: Gautam Sushmit
Music Label: SVF Music

Je Kothati Mone Lyrics Bengali

যে কথাটি মনে রেখেছি গোপনে
হো...
যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চাই
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চাই
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসা তোমায়, ভালোবাসি তোমায়

কবে কোথায় তোমায় ডেকে
বলবো যে মনের কথা
সেই আশাতে দিন গুনেছি
সয়েছি নিরব ব্যাথা
হো.
কবে কোথায় তোমায় ডেকে
বলবো যে মনের কথা
সেই আশাতে দিন গুনেছি
সয়েছি নিরব ব্যাথা
হো. কাছে পেয়ে এ মন আমার
তোমাকে শোনাতে চাই
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়

মনের মাঝে রেখে ছিলাম
যে ছবি আড়াল করে
তোমার ছোঁয়ায়
আজকে তাকে পেলাম নতুন করে
হো...
মনের মাঝে রেখে ছিলাম
যে ছবি আড়াল করে
তোমার ছোঁয়ায়
আজকে তাকে পেলাম নতুন করে
হো...
মন মানে না বারে বারে
তোমাকে জানাতে চাই
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চাই
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়



Credits
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link