Mukhosh'Er Bhir - Title Track

মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর (আহ্), প্রভু নষ্ট হয়ে যায়

কষ্টের কারবালায় আদিম সে আটচালা তারকাটাতে ওঠা শুধু
মুখোশ গোপনে থাকা মানবজনম ফাঁকা, চারিদিকে শূন্যতা ধূ ধূ

মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়

বেলা যে পড়ে আসে কাঁচের ধুলোর
অজানা সমীকরণ মুখোশগুলোর

ও, ছুটন্ত হেমন্তের ওই পথ, ফুটন্ত আদিম আদি নাচ
বরণ্য যুদ্ধবাজের তীর, হটাও কো noir মুখোশ আজ

মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়

কুয়ারা শেষের পথে সীমারেখা
মেলার রেশ কাটলে পরে ফেরে সবাই একা

অকুণ্ঠ আদর-আদর রেশ, না পাওয়া চাদর-সাগর-দেশ
অরণ্য-আকাশ-বাতাস-তাজ, মুখোশের বিরুদ্ধে তরাজ

মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের ভিড়, প্রভু নষ্ট হয়ে যায়
মুখোশের তীর, প্রভু নষ্ট হয়ে যায়



Credits
Writer(s): Nilanjan Ghosh, Saikat Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link