Kakababur Gaan (Reprise)

এক যে ছিল রাজা
এক যে ছিল রাজা
এক যে ছিল রাজা, তার সাহস cratch-এ ভর
সাহস cratch-এ ভর, সাহস cratch-এ ভর
তার রাজ্য ছিল মগজে আর বুদ্ধি গুপ্তচর
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা, যার যুদ্ধ মানেই জয় (জয়, জয়, জয়)
এক যে ছিল রাজা, যার যুদ্ধ মানেই জয়
তার সুয়োরানি রহস্য আর দুয়োরানি ভয়
সাবধান, সাবধান, সাবধান

তার ঘোড়াশালে যুক্তি আর হাতিশালে তেজ
তার সঙ্গে কেবল সন্তু যাবে, বেঁধেছে luggage
দরবার বসে মাথায়, ভাবনারা কষে ছক
তার যুক্তি গুলো সভাসদ আর বুদ্ধি বিদূষক
সাবধান, সাবধান, সাবধান
সাবধান, সাবধান, সাবধান
সাবধান, সাবধান

তার চশমা আঁটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার চশমা আঁটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার গল্প toast-এর নুন-রোমাঞ্চ, মরিচ প্রতিশোধ
সাবধান, সাবধান, সাবধান

একখানা পা খোঁড়া, তাই বুদ্ধি দ্বিগুন জোর
তার শিরদাঁড়াটা সোজা বলেই জিতে যাবার score
সাবধান, সাবধান, সাবধান

এক যে ছিল রাজা, তার হাজার অভিযান
পাহাড়-চূড়ায় দিন কাটে, রাত জঙ্গলে কাটান
তল্লাশি-তদন্ত সব তাকেই ডাক পাঠায়
তাই চিরুনি আর ময়না নিয়ে বেরিয়ে পড়েন প্রায়
সাবধান, সাবধান, সাবধান
সাবধান, সাবধান, সাবধান

এক যে ছিল রাজা
এক যে ছিল রাজা, করে সকলে কুর্নিশ
Tintin তাকে সেলাম ঠোকে, মানে Asterix
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা, রাজত্ব সবখানেই
তাই দুষ্টু লোকের কোনো জারি-jurisdiction নেই
সাবধান, সাবধান, সাবধান
সাবধান, সাবধান, সাবধান

Adventure-এর চিঠি আজ খুলে দিলো খাম
খুলে দিলো খাম, খুলে দিলো খাম
Adventure-এর চিঠি আজ খুলে দিলো খাম
খুলে দিলো খাম, খুলে দিলো খাম
এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম
সালাম, সালাম, সালাম
সাবধান, সাবধান, সাবধান
সালাম, সালাম, সালাম
সালাম, সালাম, সালাম
সালাম, সালাম, সালাম



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link