Prem Amar (Sad)

তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধু ধু মরু প্রান্তর

তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধু ধু মরু প্রান্তর

তবু প্রেম এসে ভালোবেসে
আজও দেখা দিয়ে যায়
যেই ছুঁতে যাই, আমি হাত বাড়াই
কেন দূরে সরে যায়?

প্রেম আমার
ও প্রেম আমার
প্রেম আমার
ও প্রেম আমার

প্রেম আমার
ও প্রেম আমার
প্রেম আমার
ও প্রেম আমার



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link