Swapna Nil

স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দুহাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দুহাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায়

রাতে ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম আসে না জানি না

রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দুহাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায়

ভাবিনি এইভাবে একদিন তোমাকে
সঙ্গিনী করব যে কোনদিন তোমাকে
লাগে আজ ভালো যে কেউ কাছে এলো যে
অচেনা অজানা কেউ হলো আপনজনার

রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না

রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না

স্বপ্নকে দুচোখে প্রতিদিন সাজিয়ে
তোমাকে রাখবো যে চিরদিন লুকিয়ে
ঘুম নেই তবু যে স্বপ্নকে মন খোঁজে
বলে প্রেম দাও পাখি আকাশে মেলে যে ডানা

রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না

রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না



Credits
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link