Kajol Bhramara - Studio

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে

যদি বন্ধু যাইবার চান
ঘাড়ের গামছা থুইয়া যান রে
যদি বন্ধু যাইবার চান
ঘাড়ের গামছা থুইয়া যান রে

ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে

ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যান কয়া যান রে



Credits
Writer(s): Amit Sur, Mausumi Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link