Naamey Bristi

নামে বৃষ্টি, মিছে কথার শহরে
বুকে প্রদীপ, নিরব আলোয় কাঁপে জোছনা
এলোমেলো অভিমান আর বোবা কান্নায়
জ্বলে, নিভে যায়
আর চাঁদ হামা দেয়, শিয়রে

ওড়ে ফানুস যার আকাশে, তাকে বিদায়
মধুঋতু ছিলো সোনার থেকে দামী
আসে তেত্রিশ কোটি জাহাজ তটরেখায়
মাঝি-মাল্লার ওই মল্লার রাগিণী
আমি যা বলেছিলাম তোমায়
যায় যায় সব সুর আজ
ভেসে যায় সাগরে

মহামাতাল কি ভয়ানক অজ্ঞতায়
প্রিয়পাখির ঠোঁটে মুক্তো রেখেছিলে
রেখে পালক তার দৈনিক ব্যস্ততায়
কেন বাঁধলে তাকে হীরের শেকলে
আষাঢে গল্পের মত শুনায়
পিছিয়ে পড়ার সব চুপকথায়
তারাদের নীল নীল আঙ্গিনায়
পোড়ামুখো পাখি বিষাদের
গান ধরে



Credits
Writer(s): Neel Adhikari, Santanu Ghoshdastider
Lyrics powered by www.musixmatch.com

Link