Murali Kande

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে

শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।

দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে
রাধে রাধে বোলে

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।

কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে
এসো গো মানিনী, মাধোবি মোহিনী
এসো বিরোহিনী, এসো বঁধু গলে
এসো গো মানিনী, মাধোবি মোহিনী
এসো বিরোহিনী, এসো বঁধু গলে
শ্যাম শ্যাম বোলে।

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
রাধে রাধে বোলে

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।



Credits
Writer(s): Atul Prasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link