Nakshikanthar Rajar Konna

নকশিকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি

পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
রূপকথাদের কাছে
তোমার কাছে দুঃখ ভোলাবার
রূপোর কাঠি আছে?

পেঁজা তুলোর নাকছাবি আর
জুঁই ঝরানো কেশে
বল কন্যা যাবে নিয়ে
তোমার মুলুক দেশে?

চার দেওয়ালের এই খেলাঘর
খেলব না আর একা
দত্যিদানো পেরিয়ে গেলে ঠিক
পাব তোমার দেখা

টিয়া রঙের পাতার ঝালর
নদীর বুকে গয়না আলোর
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে

হীরেকুঁচি ঝর্ণা জলে
আকাশ যেন গল্প বলে
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে
আমায় নিয়ে যাবে?

নকশিকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি

এই ঘেরাটোপ আলো আঁধারির
ভাল্লাগেনা মেয়ে
আমার ভেতর নৌকো বেয়ে তাই
আমায় চল নিয়ে
আমায় চল নিয়ে
আমায় চল নিয়ে কন্যা
আমায় চল নিয়ে
আমায় চল নিয়ে কন্যা
আমায় চল নিয়ে



Credits
Writer(s): Kritee Roy
Lyrics powered by www.musixmatch.com

Link