Aji Mone Mone Lage Hori

আজি মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী

আজি ঝাঁঝর করতাল করতালে বাজে
ঝাঁঝর করতাল করতালে বাজে
বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গোরী

মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী

আজি কদম্ব তমাল রঙে লালে লাল
কদম্ব তমাল রঙে লালে লাল
লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী

রঙের উজান চলে কালো যমুনার জলে
রঙের উজান চলে কালো যমুনার জলে
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী

মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী
আজি বনে বনে জাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী
আজি মনে মনে লাগে হোরী



Credits
Writer(s): Islam Kazi Nazrul, Kalyani Kazi, Ramanuj Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link