Ami e Tumi

আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে
আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে

কণাসম তব অংশের মান
দানিয়া আমারে দিয়াছো যে প্রাণ
তাহার মহিমা তোমার সমান
বুঝিতে দিয়াছো আমারে

প্রভু আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে

ধরণীর বুকে যত ধূলিকণা
ধরার অংশে জনম জানে না
ক্ষুদ্র ভাবিয়া তুচ্ছ জানিয়া
কত অভিমানে বেড়ায় ভাসিয়া
না পারে চিনিতে নিজেরে

প্রভু আমার আমারে তেমন ভেবো না
যতই ভুলাও, আমি ভুলিবো না
আমার আমারে তেমন ভেবো না
যতই ভুলাও, আমি ভুলিবো না
তোমারে পেয়েছি আমার মাঝারে
নয়ন মুদিয়া আঁধারে

প্রভু আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে
কণাসম তব অংশের মান
দানিয়া আমারে দিয়াছো যে প্রাণ
তাহার মহিমা তোমার সমান
বুঝিতে দিয়াছো আমারে

প্রভু আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে
আমার মাঝারে জেনেছি তোমারে
আছো তুমি প্রভু অরূপ আকারে
আছো তুমি প্রভু অরূপ আকারে
আছো তুমি প্রভু অরূপ আকারে



Credits
Writer(s): Late Shri Indubhushan Gupta, Sukanti Royand Anushree Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link