Pose Dite Pari Na

আমি pose দিতে পারি না
শরীর কেঁপে যায়
দু'হাত কথা শোনে না
দু'চোখ বুজে যায়

আড়ষ্ঠ এ হাসিটা
বাড়ে না কিছুতেই
আমার pose দিতে
লাগে খুব ভয়

বুঝে যাবে পড়ছে টাক
দাগভর্তি মুখে গোটা
এক ছবিতে লাগে কালো
এক ছবিতে মোটা

দিই না কিছু FB-তে
বুঝে যাবে আমি কী
তাই pose দিতে
লাগে খুব ভয়

দিশেহারা দিলটা রে
নানান রকম filter-এ
Pouting শিখে ছবি তুলে
বিছিয়ে দাও জাল

কালো থেকে সাদা হয়
সামনে থেকে চেনা দায়
সবাই যেন শাহরুখ খান
আর আমি তাপস পাল

Selfie ওঠে মাঝ রাস্তায়
DSLR কিনছে সস্তায়
ইচ্ছে হলেই দিচ্ছে ছবি
নিচ্ছে সবাই গিলে

আমি দোষ দিতে পারি না
আফসোস শুধু হয়
দু'হাত কথা শোনে না
তাকাবো যে কোথায়

আড়ষ্ঠ এ হাসিটা
বাড়ে না কিছুতেই
আমার pose দিতে
লাগে খুব ভয়

বুঝে যাবে পড়ছে টাক
দাগভর্তি মুখে গোটা
এক ছবিতে লাগে কালো
এক ছবিতে মোটা

দিই না কিছু FB-তে
বুঝে যাবে আমি কী
তাই pose দিতে
লাগে খুব ভয়



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link