Chhoya Chhuyi

অজানা কোনো স্বপ্নের নিরালায়
তোর পায়ে পা মেলায়
ভেবেছি কতো গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়

অজানা কোনো স্বপ্নের নিরালায়
তোর পায়ে পা মেলায়
ভেবেছি কতো গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়

তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান

ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে

মন কী বোঝালো
করে যাচ্ছি খালি খুনসুটি
বল কী শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি

তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান

ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে

আয়, চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায়
তোর নাম লেখাবো
ডেকে যাব চুপি ইশারায়

তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান

ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে



Credits
Writer(s): Dev Sen, Rivo Rivo
Lyrics powered by www.musixmatch.com

Link