Aar Nai Re Bela

আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে
কলসখানি ভরে নিতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে

জলধারার কলস্বরে
সন্ধ্যাগগন আকুল করে
জলধারার কলস্বরে
সন্ধ্যাগগন আকুল করে
ওরে, ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে

আর নাই রে বেলা
আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে

এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
জানি নে আর ফিরব কিনা
কার সাথে আজ হবে চিনা
জানি নে আর ফিরব কিনা
কার সাথে আজ হবে চিনা
ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে

আর নাই রে বেলা
আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে
কলসখানি ভরে নিতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা
নামল ছায়া ধরণীতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link