Modir Ankhir Sudhay Saki

মদির আঁখির সুধায় সাকি
ডুবাও আমার এ তনু মন
আজকে তোমায় ও আমায়
বেদনার বাসর জাগরণ
মঙ্গালস ও আঁখি তব
সাকি, দিল দোলা প্রাণে
সাকি, দিল দোলা প্রাণে

বাদল-ছাওয়া এ গুল-বাগিচায়
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে

গোলাবী গুলের নেশা
ছিল মোর ফুলেল ফাগুনে, হায়
গোলাবী গুলের নেশা
ছিল মোর ফুলেল ফাগুনে
শুকায়ে গিয়াছে ফুলবন
নাই গোলাব গুলিস্তানে
নাই গোলাব গুলিস্তানে

শুনি, সাকি তোমার কাছে
ব্যথা ভোলার দারু আছে-
শুনি, সাকি তোমার কাছে
ব্যথা ভোলার দারু আছে, হায়
হিয়া কি অমিয়া যাচে
জান তুমি, খোদা জানে
জান তুমি, খোদা জানে

দুখের পশরা লয়ে
কী হবে কাঁদিয়া বৃথা
সকলি গিয়াছে যখন
যাক ঈমান শ্যরাব পানে
যাক ঈমান শ্যরাব পানে

বাদল-ছাওয়া এ গুল-বাগিচায়
বাদল-ছাওয়া এ গুল-বাগিচায়
বাদল-ছাওয়া এ গুল-বাগিচায়
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে

বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল-



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link