Ke Boleche Tomay Badhu

কে বলেছে তোমায় বঁধু, এত দুঃখ সইতে
আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে
কে বলেছে তোমায় বঁধু

প্রাণের বন্ধু, বুকের বন্ধু
সুখের বন্ধু, দুখের বন্ধু
প্রাণের বন্ধু, বুকের বন্ধু
সুখের বন্ধু, দুখের বন্ধু

তোমায় দেব না দুখ, পাব না দুখ
হেরব তোমার প্রসন্ন মুখ
দেব না দুখ, পাব না দুখ
হেরব তোমার প্রসন্ন মুখ
সুখে দুঃখে পারব বন্ধু চিরানন্দে রইতে
তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে

কে বলেছে তোমায় বঁধু, এত দুঃখ সইতে
আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে
কে বলেছে তোমায় বঁধু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link