Dao Hey Hriday Bhore

দাও হে, হৃদয় ভরে দাও
দাও হে, হৃদয় ভরে দাও
তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
সুধারসে মাতোয়ারা করে দাও
হৃদয় ভরে দাও
দাও হে, হৃদয় ভরে দাও

যেই সুধারসপানে ত্রিভুবন মাতে
যেই সুধারসপানে ত্রিভুবন মাতে
তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও
তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও

দাও হে, হৃদয় ভরে দাও
দাও হে, হৃদয় ভরে দাও

যেই সুধারসপানে ত্রিভুবন মাতে
যেই সুধারসপানে ত্রিভুবন মাতে
তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও
তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও

দাও হে, হৃদয় ভরে দাও
দাও হে, হৃদয় ভরে দাও



Credits
Writer(s): Ratna Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link