Ami Akriti Adham

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি
আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি
যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি
যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি

তব আশীষ কুসুম ধরি নাই শিরে
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে
আশীষ কুসুম ধরি নাই শিরে
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে
তবু দয়া করে কেবলি দিয়েছ
তবু দয়া করে কেবলি দিয়েছ
প্রতিদান কিছু চাওনি

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি

আমি ছুটিয়া বেড়াই, জানি না কী আশে
সুধা পান করে মরি গো পিয়াসে
তবু যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছু পাওনি
আমি ছুটিয়া বেড়াই, জানি না কী আশে
সুধা পান করে মরি গো পিয়াসে
তবু যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছু পাওনি

আমায় রাখিতে চাও গো বাঁধনে আঁটিয়া
শতবার যাই বাঁধন কাটিয়া
রাখিতে চাও গো বাঁধনে আঁটিয়া
শতবার যাই বাঁধন কাটিয়া
ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি
ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি
এক পাও ছেড়ে যাওনি

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি
যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link