Mala Hote Khose Pora

মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও
মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও
ওই মাধুরী সরোবরের নাই যে কোথাও তল
হোথায় আমায় ডুবতে দাও, ওগো, মরতে দাও

মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও

দাও গো মুছে আমার ভালে
দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা
নিভৃতে আজ বন্ধু তোমার আপন হাতের টিকা
ললাটে মোর পরতে দাও, ওগো, পরতে দাও

মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও

বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে
শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও
বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে
শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও

পথজুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে
দাও গো তাদের সরতে দাও, ওগো, সরতে দাও
তোমার মহাভান্ডারেতে আছে অনেক ধন
কুড়িয়ে বেড়াই মুঠা ভরে, ভরে
ভরে না তায় মন
অন্তরেতে জীবন আমার ভরতে দাও

মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও
মালা হতে খসে পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link