Morbona

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না
আমার মন ভেঙে যদি সুখী হতে চাও
তোমাকে সুখী আমি হতে দেবো না

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না
আমার মন ভেঙে যদি সুখী হতে চাও
তোমাকে সুখী আমি হতে দেবো না

আমি অনন্তকাল থাকব বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে আমি মরব না

অনন্তকাল থাকবো বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে মরব না, মরব না

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না

পালাবে কোথায়, কোন অজানায়
ছায়া হয়ে পিছু নেব
দাও না তুমি যত আঘাত
ভালোবেসে আঁকড়ে রবো

পালাবে কোথায়, কোন অজানায়
ছায়া হয়ে পিছু নেব
দাও না তুমি যত আঘাত
ভালোবেসে আঁকড়ে রবো

তোমাকে আমি
অন্য কারো কখনও হতে দেবো না

আমি অনন্তকাল থাকব বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে আমি মরব না

অনন্তকাল থাকব বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে মরব না, মরব না

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না

তোমাকে পাওয়ার জন্য না হয়
সাত সমুদ্র পাড়ি দেবো
যদি তুমি পাশে থাকো
মরনপথের যাত্রী হবো

তোমাকে পাওয়ার জন্য না হয়
সাত সমুদ্র পাড়ি দেবো
যদি তুমি পাশে থাকো
মরনপথের যাত্রী হবো

তোমাকে ছাড়া
জীবনে কিছু ভাবতে আমি পারি না

আমি অনন্তকাল থাকব বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে আমি মরব না

অনন্তকাল থাকব বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে মরব না, মরব না

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না
আমার মন ভেঙে যদি সুখী হতে চাও
তোমাকে সুখী আমি হতে দেবো না

আমি অনন্তকাল থাকবো বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগেআমি মরব না

অনন্ত কাল থাকবো বেঁচে
সুন্দর এ পৃথিবী মাঝে
তোমাকে পাওয়ার আগে মরব না, মরব না

আমাকে ছেড়ে তুমি যতই দূরে যাও
তোমাকে দূরে আমি থাকতে দেবো না



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link