Hote Pari

হতে পারি গান তোমাকে নিয়ে
হতে পারি সুর তোমাকে ছুঁয়ে
সুরেরই দোটানায় ভাবনারা ছুটি পায়
ধোঁয়ায়

হতে পারি দূর আকাশের নীল
হওয়া যায় তোমার রঙেতে শামিল
দূরেরই ইশারায়
তোমার ছবি ভেসে যায় হাওয়ায়

হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন

সুরেরই খাতায় তোমাকে এঁকে
দিতে পারি এক অচেনা রাতে
আলোর ধরা দেয়, সকাল ছুঁয়ে যায়
আকাশ ছুঁয়ে দেয় তোমায়

হতে পারি রঙ তোমার মনে
হওয়া যায় জীবন তুলির টানে
শূন্যে থেমে যায় ক্যানভাসের আঙ্গিনায়
হারায়

হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন



Credits
Writer(s): Rishi Panda, Shankhadip Paria
Lyrics powered by www.musixmatch.com

Link