Radha

আমি রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই
রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
দাফন হবো তোর সাথে, তাই কাফন খুঁজে যাই
রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই

চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার

দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
হয়রান সে আর পায় না যে তীর
হয়রান সে আর পায় না যে তীর

তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার

রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
পাগল মনের আগল খুলে যাই
আমি পাগল মনের আগল খুলে যাই

চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার

ফিরে আয়, পুড়ে যায় যা ছিলো আপন
ফিরে আয়, পুড়ে যায় যা ছিলো আপন
জ্বলছে একা বেহায়া এ মন
জ্বলছে একা বেহায়া এ মন

আমি যেদিকে যেদিকে চাই
দেখি পড়ে আছে শুধু ছাই
আমি যেদিকে যেদিকে চাই
দেখি পড়ে আছে শুধু ছাই

রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই
রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই

চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার



Credits
Writer(s): Pritam Chakraborty, Irshad Kamil
Lyrics powered by www.musixmatch.com

Link