Shono Phurono Raat Male

শোনো পুরনো রাত, পিছু ডেকো না
পুরনো যাতায়াত মনে রেখ না

জাগে ভোর চেনা আলোয়
এ শহর আজ বড়ো অগোছালো
ঘনঘোর চোখ, ভেজা পলক নেভানো
একলা-একলা

শোনো পুরনো রাত, পিছু ডেকো না
পুরনো যাতায়াত মনে রেখ না

কিছু পরীক্ষা আলো-ছায়া মাখা
কিছু পিছুটান হলো ভাষা
কিছু পরীক্ষা আলো-ছায়া মাখা
কিছু পিছুটান হলো ভাষা

অভিমানী রাত মায়া দিয়ে ঘেরা
মন কোন ইশারায় পথ হারায়
একলা-একলা

শোনো পুরনো রাত, পিছু ডেকো না
পুরনো যাতায়াত মনে রেখ না

জাগে ভোর চেনা আলোয়
এ শহর আজ বড়ো অগোছালো
ঘনঘোর চোখ, ভেজা পলক নেভানো
একলা-একলা

শোনো পুরনো রাত, পিছু ডেকো না
পুরনো যাতায়াত মনে রেখ না



Credits
Writer(s): Raja Narayan Deb, Dipangshu Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link