Baro Bedonar Moto Bejechho

বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে
আমার প্রাণে
বেদনার মতো

মন যে কেমন করে
মন যে কেমন করে
মনে মনে
তাহা মনই জানে

বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে
আমার প্রাণে
বেদনার মতো

তোমারে হৃদয়ে করে
আছি নিশিদিন ধরে
চেয়ে থাকি আঁখি ভরে
মুখের পানে

বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে
আমার প্রাণে
বেদনার মতো

বড়ো আশা, বড়ো তৃষা
বড়ো আকিঞ্চন তোমারি লাগি
বড়ো আশা
বড়ো সুখে, বড়ো দুখে
বড়ো অনুরাগে রয়েছি জাগি

এ জন্মের মতো আর
হয়ে গেছে যা হবার
ভেসে গেছে মন প্রাণ
মরণ টানে

বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে
আমার প্রাণে
বেদনার মতো



Credits
Writer(s): Rabindranath Tagore, Arunava Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link