Abhidhan

গাঙ্গরের জলে আজও ভাসে ভেলা
বেহুলারা অসহায়
গাঙ্গরের জলে আজও ভাসে ভেলা
বেহুলারা অসহায়

Vital stat-এ মাপছে তোমায়
দিন যাপনের ফিতে
শিরদাঁড়াখানি বাদ দিয়ে ওরা
চাইছে তোমায় free-তে

মেয়েবেলা ছুঁয়ে বউমনি থেকে মামনি-শাশুড়ি মা
মন পেতে করো প্রাণপাত, একাকীত্বের উপমা
মেয়েবেলা ছুঁয়ে বউমনি থেকে মামনি-শাশুড়ি মা
মন পেতে করো প্রাণপাত, একাকীত্বের উপমা

এরই মাঝে কিছু বেতাল তন্বী লিখছে অন্য গান
এরই মাঝে কিছু বেতাল তন্বী লিখছে অন্য গান

নিজেদের মরে, নিজেদের বাঁচে
নিজেদের অভিধান
নিজেদের মরে, নিজেদের বাঁচে
নিজেদের অভিধান

(নিজেদের মরে, নিজেদের বাঁচে)
(নিজেদের অভিধান)
(নিজেদের মরে, নিজেদের বাঁচে)
(নিজেদের অভিধান)
(নিজেদের মরে, নিজেদের বাঁচে)
(নিজেদের অভিধান)



Credits
Writer(s): Chandan Mukherjee, Bappa Aurindam
Lyrics powered by www.musixmatch.com

Link