Chatok Pakhi

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
তবু অন্য বারি খায় না তারা
ও তবু অন্য বারি খায় না তারা
ও মেঘের জল বিনে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
ও ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
ও মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link