Chena Shohor

চেনা শহর, চেনা পথে
খামোখা রোজ হেঁটে চলা
অচেনা ভিড় চেনা মুখের
কেন তবু কথা বলা?

চেনা শহর, চেনা পথে
খামোখা রোজ হেঁটে চলা
অচেনা ভিড় চেনা মুখের
কেন তবু কথা বলা?

চেনা শহর

দূরে কোথাও ছাড়ে জাহাজ
বাঁশি বাজায় অচেনা কেউ
ফোটেনি আজ পাতাবাহার
একা মানুষ একাকার, গোনেনি ঢেউ

দূরে কোথাও ছাড়ে জাহাজ
বাঁশি বাজায় অচেনা কেউ
ফোটেনি আজ পাতাবাহার
একা মানুষ একাকার, গোনেনি ঢেউ

চেনা শহর, চেনা পথে
খামোখা রোজ হেঁটে চলা
অচেনা ভিড় চেনা মুখের
কেন তবু কথা বলা?

চেনা শহর

সারা পথের নুড়ি বিলাস
চিঠি বিলীন, পাখিরা নেই
শীতে বাতাস, লুকোনো হাত
পুরোনো নাম, জানি আজ সে পাঠাবেই

সারা পথের নুড়ি বিলাস
চিঠি বিলীন, পাখিরা নেই
শীতে বাতাস, লুকোনো হাত
পুরোনো নাম, জানি আজ সে পাঠাবেই

চেনা শহর, চেনা পথে
খামোখা রোজ হেঁটে চলা
অচেনা ভিড় চেনা মুখের
কেন তবু কথা বলা?

চেনা শহর, চেনা পথে
খামোখা রোজ হেঁটে চলা



Credits
Writer(s): Joy Sarkar, Srijato Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link