Ghate Jete Amar Shudhu

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে
সেথায় গেলে শাপলা শালুক জড়িয়ে ধরে
আমি ভুলবো কেমন করে
পলাশডাঙ্গার পুকুরটারে
পলাশডাঙ্গার পুকুরটারে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে
সেথায় গেলে শাপলা শালুক জড়িয়ে ধরে
আমি ভুলবো কেমন করে
পলাশডাঙ্গার পুকুরটারে
পলাশডাঙ্গার পুকুরটারে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে

আমার দাদী-নানী বইসা ঘরের কোনায়
গাজী কালু-চম্পাবতির রূপকাহিনী শোনায়
শীতল পাটির নরম বিছানায়
শীতল পাটির নরম বিছানায়
আমায় ডাকে বারে বারে
ভুলবো কেমন করে
নলের বেড়ার মাটির ঘরে
নলের বেড়ার মাটির ঘরে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে

আমার পাড়াপড়শি যাইয়া বিহান বেলা
পলি মাঠের বুক চিড়া ধান পাটেরে ফলায়
সবুজ শ্যামল বনের মিতালি
সবুজ শ্যামল বনের মিতালি
আমায় বাঁধে বাহু ডোরে
ভুলবো কেমন করে
নদীর হাসি, কাশের ভীড়ে
নদীর হাসি, কাশের ভীড়ে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে
সেথায় গেলে শাপলা শালুক জড়িয়ে ধরে
আমি ভুলবো কেমন করে
পলাশডাঙ্গার পুকুরটারে
পলাশডাঙ্গার পুকুরটারে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে
সেথায় গেলে শাপলা শালুক জড়িয়ে ধরে
আমি ভুলবো কেমন করে
পলাশডাঙ্গার পুকুরটারে
পলাশডাঙ্গার পুকুরটারে

ঘাটে যেতে আমার শুধু ইচ্ছে করে



Credits
Writer(s): Moniruzzaman Monir, Sheikh Sadi Khan
Lyrics powered by www.musixmatch.com

Link