Moddhorate

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে
গান লিখেছো অভিমানের সুরে

এখন চোখে গ্রামীণ কোনো নদী
ভয়েই থাকি, হারিয়ে গেল যদি
রাত নেমে যায় তালপাতাদের ঘরে
আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে

দাবার গুটি, একলা দান
আলতো সুরে গাইছি গান
ঘরে ফেরার চিঠির আশায় আশায়
স্মৃতির শহর ঘুমিয়ে তাও
চাইছে তুমি ডাক পাঠাও
আমার বুকে ভালো থাকার বাসায়

তোমায় নিয়ে স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি, অহংকারী

শহর ছেড়ে সরীসৃপ এই পথে
নদীও যেন বইছে নিজের মতে
দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
ভাবছি, যদি ফিরতে আমার সাথে!

দাবার গুটি, একলা দান
আলতো সুরে গাইছি গান
হাওয়ার মতো বইছি ধীরে ধীরে
শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও
হাতটা ধরে বসবো নদীর তীরে

রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবে কাঁপে



Credits
Writer(s): Kritee Roy
Lyrics powered by www.musixmatch.com

Link