Odhikar

কেন আজ উদাস,কেন নির্ঘুম?
আজও বুঝোনি কি তুমি কতটাই অপরূপ?
জমিয়ে রাখা অনুভূতি.নিয়ে নিজের সাথে গড়ে ওঠা সম্পর্ক
ভালো লাগে কি, ভালো লাগেনি কি তার?
আর কতদিন লুকিয়ে রাখবে নিজের সুন্দরতা?
তুলনার কথা ভুলে গিয়ে দেখো, তুমিও সুশোভন...
আর কতদিন লুকিয়ে রাখবে নিজের সুন্দরতা?
তুলনার কথা ভুলে গিয়ে দেখো, তুমিও সুশোভন...
ভালোবাসা শুধু চাইলেই নয়,ভালোবাসো নিজেকে...
খুলে ফেল সেই মুখোশ,রেখে শুধু সেই হাসিমুখ...
জানিনা কি ভাবছে,কে কি তুলবে?
কি আসে যায়? পৃথিবী তো কথা বলবেই...
ভেঙ্গনা তুমি আর.
চোখ বুঝে ভাবো পৃথিবী টা যত ছোট হবে তবে হারাবেনা আর কিছুই.
খুলে ফেল সেই মুখোশ,খুলে ফেল সেই মুখোশ.
আর কতদিন লুকিয়ে রাখবে নিজের সুন্দরতা?
তুলনার কথা ভুলে গিয়ে দেখো, তুমিও সুশোভন...
ভালোবাসা শুধু চাইলেই নয়,ভালোবাসো নিজেকে...
খুলে ফেল সেই মুখোশ,রেখে শুধু সেই হাসিমুখ...
আর যতদিন লুকিয়ে রাখবে নিজের সুন্দরতা.
ভুলে যাবে তুমি নিজের স্বার্থ নিজের ই অধিকার...
তুলনার কিছু থাকবেনা আর তুলনার কিছু নেই...
মুছে ফেল সেই অশ্রু, এসো জেগে উঠি বারবার...



Credits
Writer(s): Michhil, Shanila Islam
Lyrics powered by www.musixmatch.com

Link