Amra Nuton Joubaneri Dut

আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত

পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে-

আমরা নূতন যৌবনেরই দূত

যদি কেউ কথা না কয়
ওরে ও অভাগা, কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়

তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে-

আমরা নূতন যৌবনেরই দূত

আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই

আমরা নূতন যৌবনেরই দূত

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

চলো চলো, চলো যাই
চলো চলো, চলো যাই
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই
চলো চলো, চলো যাই (আমরা নূতন যৌবনেরই দূত)
চলো চলো, চলো যাই
চলো চলো, চলো যাই (আমরা নূতন যৌবনেরই দূত)
চলো চলো, চলো যাই (আমরা নূতন যৌবনেরই দূত)



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link