Dhono Dhanno Pushpo Bhora

এখন থেকে সে প্রায় হাজার আগের কথা
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদে
আমরা তখনকার সমাজের মানুষের
সুখ-দুঃখের কাব্যিক বিবরণ পাই

ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কীসে?

মুখে মুখে ফেরা এই ছড়ায়
অষ্টাদশ শতকে বর্গির হামলার প্রতিক্রিয়ায়
মানুষের অসহায়ত্বের ছবিই ফুটে উঠেছে
প্রতিরোধের কথা নেই

প্রতিরোধের ছড়া, কবিতা ও গান
আমরা পেতে থাকি ঊনবিংশ শতকের প্রায় মধ্যভাগ থেকে
গান আছে নীল বিদ্রোহদের, সন্ন্যাসী বিদ্রোহীদের
পাবনা সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহীদের
আর বিংশ শতকের একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করেই
চল্লিশ ও পঞ্চাশের দশক পর্যন্ত সময়ের পরিসরে
পঞ্চ কবির পাশাপাশি
যতীন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী ও বিজয় রায়দের সৃষ্টির ফসলে
স্বদেশপ্রেম আর গণজাগরণমূলক গানের প্রবল জোয়ারে ভেসে যায়
সুবিশাল বঙ্গের মাঠ ও প্রান্তর

তাদের রচিত ও সুরারোপিত এইসব গানে আছে
দেশপ্রেম, নির্যাতিত, নিপীড়ত, শোষণে জর্জরিত মানুষের মুক্তির প্রবল আকাঙ্ক্ষা
কালজয়ী সেইসব গান
তারপর, তারপর আমাদের ৪৮ থেকে ৫২-র ভাষা আন্দোলন
৫৪-র প্রাদেশিক নির্বাচন, ৬৯-র মহা গণঅভ্যুত্থান
৭০-র ঐতিহাসিক নির্বাচন উপলক্ষ্যে গণসঙ্গীতের গর্জনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ
ঘটনার যুগে আসে সেই মাহেন্দ্রক্ষণ— মহান মুক্তিযুদ্ধ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
হয়ে ওঠে নতুন রচনার পাশাপাশি
গত একশো বছরে রচিত গণসঙ্গীত সম্প্রচারের প্রধানত মাধ্যম

গণ-মানুষের সংগ্রাম যতদিন আছে
ততদিন থাকবে গণসঙ্গীত
জাগরণের গান দুই
এ পর্বে ধারণ করা হবে এইসব গানকে
মরতে দেবো না তাদের— এ আমাদের ব্রত
ঐতিহাসিক দায়িত্ব

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা (ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা)
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা (তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা)
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা (ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা)

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি



Credits
Writer(s): Dwijendralal Roy, Neepabithi Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link